1. [email protected] : Bayezid :
  2. [email protected] : Md Khalilur Rahman : Md Khalilur Rahman
  3. [email protected] : kcg School : kcg School
  4. [email protected] : ICT : ICT

প্রধান শিক্ষকের বাণী

দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকমান, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধূলাসহ সকল বিষয়ে স্কুলের শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে জাতীয়ভাবে স্কুলের সুনামকে ছড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। শিক্ষার প্রতিটি স্তরে উন্নতির চরম শিখরে আরোহন করতে আমরা সংকল্পবদ্ধ। একদল মেধাবী শিক্ষক ও ম্যানেজিং কমিটির আন্তরিক পৃষ্ঠপোষকতা আমাদের চলার পথকে সুগম করেছে। বালিকা শাখার নতুন ভবনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক এই ভবনটিতে রয়েছে পৃথক ওয়াসবøক ও ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। ছাত্রীদের জন্য পৃথক এ্যাসেম্বলী ও খেলাধূলার জন্য রয়েছে নীচ তলায় সুসজ্জিত খোলা জায়গা যার চারিদিকে বাগান। নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা ও পোষাকধারী নিরাপত্তারক্ষী। ট্রাষ্ট পরিচালিত প্রতিষ্ঠানটি নারায়গঞ্জে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। আমাদের স্বপ্ন বাস্তবায়নে মহান আল্লাহ রাব্বুল আলামীনের তওফিক কামনা করছি এবং সম্মানিত অভিভাবকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

(মোঃ আজিজুর রহমান)

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ আদর্শ  স্কুল নারায়ানগঞ্জ                                                                                                                                  কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited