1. [email protected] : Bayezid :
  2. [email protected] : Md Khalilur Rahman : Md Khalilur Rahman
  3. [email protected] : kcg School : kcg School
  4. [email protected] : ICT : ICT

সহকারী প্রধান শিক্ষকের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আদর্শ স্কুল নারায়ণগঞ্জ একটি ইসলামি মিশনারী প্রতিষ্ঠান যা ইসলামি সোসাইটি অব নারায়ণগঞ্জ দ্বারা পরিচালিত। নারায়ণগঞ্জের একদল জনকল্যানবিদ যারা চিন্তা করেছিলেন রাষ্ট্রকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করা হবে যেখান থেকে দেশপ্রেমিক, সৎ, ন্যায় ও নিষ্ঠাবান চরিত্রের অধিকারী মানবসম্পদ তৈরী হবে। সেই লক্ষ্যে ১৯৭৫ সালের ১৪ জানুয়ারী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদের নিরলস পরিশ্রম, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, সহায়ক অভিভাবক এবং দক্ষ স্কুল পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় স্কুলটি পাবলিক পরীক্ষায় এবং সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্তে¡র স্বাক্ষর রাখছে। স্কুলটি নারায়নগঞ্জ তথা সারা দেশেই পরিচিতি লাভ করছে। এ প্রতিষ্ঠানে পাঠদান করা হয় শিশু থেকে পঞ্চম শ্রেণী (সকাল শাখা) এবং ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী (দিবা শাখা) পর্যন্ত। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর বালিকা শাখা রয়েছে যা একটি আলাদা ভবনে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত। প্রশিক্ষন প্রাপ্ত নৌ-স্কাউট, সাংস্কৃতিক এবং ক্রীড়া শিক্ষক দ্বারা সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। একটি পরিচ্ছন্ন, মনমুগ্ধকর পরিবেশে আধুনিক প্রযুক্তি ও সহজলভ্য শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদান করা হয়। যাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় স্কুলটি তার স্বমহিমায় এগিয়ে যাচ্ছে তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দক ও কৃতজ্ঞতা।

মাসুদ করিম মোল্লা

সহকারী প্রধান শিক্ষক

আদর্শ স্কুল নারায়ণগঞ্জ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ আদর্শ  স্কুল নারায়ানগঞ্জ                                                                                                                                  কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited