একসেস টু ইনফরমেশন (এটুআই), প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আয়োজিত মুক্তপাঠের জন্য ই-লার্নিং কন্টেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ১৬-১৯ জানুয়ারী,২০১৮ (৪ দিন ব্যাপী) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লায় শেষ হয়। ডিজিটাল বাংলাদেশ রুপকল্প ২০২১ বাস্তবায়নে শিক্ষকদের দ্বারা মুক্তপাঠের জন্য ই-লার্নিং তথা ডিজিটাল কন্টেন্ট তৈরিতে উৎসাহ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নই ছিল এই কর্মশালার উদ্দেশ্য। উল্লেখ্য যে, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তা দিয়ে ক্লাস নেয়া ও ক্লাসরুম ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান (ট্রাবলশ্যুট) নিয়ে মুক্তপাঠে শিক্ষকদের দ্বারা একটি কোর্স তৈরির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে সর্বমোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে সফলতার সাথে এই কর্মশালার সমাপ্তি হয় যা শিক্ষার গুণগত মানন্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুব শীঘ্রই মুক্তপাঠে ট্রাবলশ্যুট বিষয়ক কোর্সটি আসছে, কোর্সটিতে আপনার অংশগ্রহণ আশা করছি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ আদর্শ স্কুল নারায়ানগঞ্জ কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited