দ্বিতীয় পার্বিক পরীক্ষার খাতা দেখানো ও ভুল থাকলে সংশোধন
আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর সকাল শাখার অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্বিতীয় পার্বিক পরীক্ষার খাতা দেখানো ও ভুল থাকলে সংশোধন করানো হবে আগামী ৩/ ১০ /২০২৪ ইং বৃহস্পতিবার।
অতএব, সকলকে ঐ দিন উপস্থিত থেকে খাতা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
বি:দ্র: আগামী ৭/১০/২৪ ইং সোমবার রেজাল্ট কার্ড দেয়া হবে।